ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেজে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। টস জিতে ব্যাটিং নিয়েছে তামিম বাহিনী।
দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস চ্যানেল।
প্রথম ম্যাচ ৩ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ১৩২ রানে হেরে ইংল্যান্ডের কাছে আগেভাগেই ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ।
এদিকে, সিরিজ হারের পর মানসিকভাবেও অনেকটা পিছিয়ে পড়েছে টাইগার শিবির। তবে রোববার অনুশীলনের কোনো কমতি রাখেনি সাকিব-তামিমরা। লম্বা সময় বোলিং করেছেন সাকিব, এমন দলের অন্যদের কাছেও বোলিং ঠিকঠাক হচ্ছে কি না, তা-ও জেনে নেওয়ার চেষ্টা করেছেন।
এদিকে, এক সময়কার কাটার মাস্টার মুস্তাফিজও ভুলে যেতে বসেছেন উইকেট নেওয়া। তিনিও গতকাল কঠিনভাবে তালিম নিয়েছেন।
এদিকে শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে পেসার তাসকিন আহমেদের বদলে ইবাদত হোসেনকে নেওয়া হয়েছে।
ইংল্যান্ডের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। উইল জ্যাকসের জায়গায় লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদ। মার্ক উডের জায়গায় জোফরা আর্চার এবং সাকিব মাহমুদের জায়গায় ক্রিস ওকসকে নেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারান, জস বাটলার (উইকেটকিপার), মঈন আলী, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।