ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেজে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে টাইগাররা।
দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস চ্যানেল।
প্রথম ম্যাচ ৩ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ১৩২ রানে হেরে ইংল্যান্ডের কাছে আগেভাগেই ওয়ানডে সিরিজ হেরেছে তামিম বাহিনী।
এদিকে, সিরিজ হারের পর মানসিকভাবেও অনেকটা পিছিয়ে পড়েছে টাইগার শিবির। তবে রোববার অনুশীলনের কোনো কমতি রাখেনি সাকিব-তামিমরা। লম্বা সময় বোলিং করেছেন সাকিব, এমন দলের অন্যদের কাছেও বোলিং ঠিকঠাক হচ্ছে কি না, তা-ও জেনে নেওয়ার চেষ্টা করেছেন।
এদিকে, এক সময়কার কাটার মাস্টার মুস্তাফিজও ভুলে যেতে বসেছেন উইকেট নেওয়া। তিনিও আজ কঠিনভাবে তালিম নিয়েছেন।
এ ম্যাচে ইংলিশরা জয় পেলেই হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। শেষ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমে জয় পেতে চায় হাথুরুসিংহের শিষ্যরা।
এদিকে, সোমবার শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও তেমনটাই জানালেন।
রঙ্গনা হেরাথ বলেন, ‘আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি।’
এদিকে সংবাদ সম্মেলনে এসে টাইগার পেসার তাসকিন আহমেদের ভূয়সী প্রশংসা করেছেন ইংলিশ পেসার মার্ক উড। উড জানান, তাসকিন খুবই চিত্তাকর্ষক। সে সবাইকে মুগ্ধ করেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ-ইংল্যান্ড গুরুত্বপূর্ণ সিরিজে অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত আছে ভিসতা। গত অক্টোবরে বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের তিন জাতি ক্রিকেটে বড় আকারে মাঠে লক্ষ্য করা গেছে ভিসতার উপস্থিতি। এবার আবারও তারা এলো অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে। ভবিষ্যতে আরও বড় আকারে ক্রিকেটের সঙ্গে যুক্ত হবে ভিসতা।
ঢাকা বিজনেস/এম