২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



জানা-অজানা
প্রিন্ট

মুজিব কোটের ৬ বোতামের কারণ কী

ঢাকা বিজনেস ডেস্ক || ০১ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম
মুজিব কোটের ৬ বোতামের কারণ কী


মুজিব কোট শব্দটি যেমন আকর্ষণীয়, তেমনি পোশাকটিও রাজনৈতিক নেতাকর্মীদের অনেক প্রিয়।  কিন্তু, কখনো কি লক্ষ করেছেন, মুজিব কোটে ৬টি বোতাম কেন থাকে? দু-একটা কম-বেশি হলে ক্ষতি কী? চলুন, জেনে নেই।

মুজিব কোটের প্রথম শর্তই হচ্ছে, এর রঙ কালো হতে হবে। অন্য কোনো রঙের হলে পোশাকটিকে মুজিব কোট বলা যাবে না। এই কোট হবে হাতাকাটা। সাধারণ কোটের মতো ফুল হাতা হবে না। আর এই কোটে বোতাম থাকবে ৬টি।

১৯৬৬ সালে পশ্চিম পাকিস্তানের আইনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ৬ দফা দাবি উত্থাপন করেন, তখন তিনি কালো রঙের এই কোট পরেছিলেন। পরবর্তী সময়ে এই পোশাকটি ‘মুজিব কোট’ নামে পরিচিতি পায়।

মুজিব কোটের ৬টি বোতাম ৬ দফার ৬ দাবির প্রতীকী উপস্থাপন।  মূলত, ৬ দফার প্রতি সম্মান জানাতেই মুজিব কোটের বোতাম ৬টি।

ঢাকা বিজনেস/এন/এনই/



আরো পড়ুন