‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’; এই স্লোগান নিয়ে নরসিংদীতে জাতীয় বীমা দিবস পালিত হচ্ছে। বুধবার (০১ মার্চ) সকালে এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিতে অংশ নেন ন্যাশনাল লাইভ ইনসুরেন্স, জীবন বীমা করপোপোরেশন, প্রাইম ইনসুরেন্স, প্রগতি ইনসুরেন্স, মেটলাইফ ইনসুরেন্স ও রূপালী লাইভ ইনস্যুরেন্স বিভিন্ন বীমার কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে নরসিংদী পৌরসভার মোড় থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে, সেখানে বীমা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মাঠকর্মীরা র্যালিতে অংশ নেন। পরে স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমি সরকার সাথী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় বীমা দিবস উদ্বোধন করেন।
এদিকে, সকাল ১১টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন বীমার কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমি সরকার সাথী। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীমা দিবস উদযাপন পরিষদ নরসিংদীর সমন্বয়ক ও ন্যাশনাল লাইভ ইন্স্যুরেন্সের এরিয়া ম্যানেজার ওমর ফারুক, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপক আমান উল্লাহ প্রমুখ।
ঢাকা বিজনেস/মাহমুদ/এনই/