২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ধর্মের টানে অভিনয়কে বিদায় অভিনেত্রীর

বিনোদন ডেস্ক || ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০২ এএম
ধর্মের টানে অভিনয়কে বিদায় অভিনেত্রীর


ধর্মের টানে এবার অভিনয় জগতকে বিদায় জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন তিনি।

নিজের অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আনুম ফায়াজ। কিন্তু, হঠাৎ-ই সামাজিক যোগাযোগমাধ্যমে শোবিজ জগত থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, 'এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।'

বেশ কিছুদিন ধরেই আনাম ফায়াজকে সিনেমা অঙ্গনে দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে তার বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে।

প্রসঙ্গত, আনুম ফয়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান আছে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন