২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



অর্থনীতি
প্রিন্ট

আইওএসকো’র এশিয়া প্যাসিফিকের সম্মেলন শুরু ২২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার || ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম
আইওএসকো’র এশিয়া প্যাসিফিকের সম্মেলন শুরু ২২ ফেব্রুয়ারি


আন্তর্জাতিক পুঁজিবাজারগুলোর নিয়ন্ত্রণকারী সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্স (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) দুই দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারি।  চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।  ঢাকার শেরাটন হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।  সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনব্যাপী আয়োজিত সম্মেলনে  এপিআরসি-সদস্যভুক্ত বিভিন্ন দেশের পুঁজিবাজার সম্পর্কিত প্রতিনিধিরা অংশ নেবেন। তারা পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন। এছাড়া, বাজার কারসাজি, ইনসাইডার ট্রেডিং যারা করেন, তাদের খুঁজে বের করার পদ্ধতি, বিভিন্ন উপায়ে শেয়ারবাজারের মূল্য বাড়ানো ও তার ওপর নজরদারি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আলোচনা হবে পুঁজিবাজার সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও।

সম্মেলনে আরও জানানো হয়, এপিআরসি’র বিএসইসি’র চেয়ারম্যান এবং আইওএসকো’র এপিআরসি’র সহ-সভাপতি অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সম্মেলনের উদ্বোধন করবেন। এদিন (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত সুপারভাইসরি ডিরেক্টর মিটিংয়ের মাধ্যমে সভা শুরু হবে। দুপুর ১.৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত এনফোরসমেন্ট ডিরেকটর মিটিং অনুষ্ঠিত হবে।

২৩ ফেব্রুয়ারি সভার উদ্বোধন করবেন আইওএসকো-এপিআরসি’র সভাপতি শিগেরু আরিজুমি। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সভা অনুষ্ঠিত হবে। এদিন এপিআরসি’র সভাপতি শিগেরু আরিজুমি ও শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বক্তব্য রাখবেন।

এছাড়া, ২৩ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠান ও গালা ডিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। এছাড়া, বক্তব্য রাখবেন শিবলী রুবাইয়াত-উল ইসলাম ও অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএসইসির মুখ্য নির্বাহী মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘পুঁজিবাজারকে যারা ম্যানুপুলেট করেন, তাদের এনফোর্সমেন্ট পানিসমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে নেই। গত ১০ বছর আগে পুঁজিবাজারের উন্নয়নে যে এনফোর্সমেন্ট পানিসমেন্ট দেওয়া হতো, তার চেয়ে এখন অনেক বেশি দেওয়া হয়।’  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মো. মাহবুবুল আলম প্রমুখ। 

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, অস্টেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২১টি দেশ এপিআরসি কমিটির সদস্য।  ২ দিনব্যাপী আয়োজিত সম্মেলনে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ এশিয়া প্যাসিঠিক অঞ্চলের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেবেন। 

ঢাকা বিজনেস/তারেক/এনই/



আরো পড়ুন