১২ মার্চ ২০২৫, বুধবার



যে-কারণে বিশ্বে বাড়তে পারে পণ্যের দাম

ঢাকা বিজনেস ডেস্ক || ১২ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম
যে-কারণে  বিশ্বে বাড়তে পারে পণ্যের দাম


মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই শুল্ক বৃদ্ধি একটি বাণিজ্যযুদ্ধের কারণ হতে পারে। এর ফলে বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে যেতে পারে। কানাডা কর্তৃপক্ষ মার্কিন পণ্যের একটি তালিকা তৈরি করেছে, যার মধ্যে বার্বন, জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহল, আসবাবপত্র, সিরামিক, স্টিল পণ্য, কমলার রস, পোষা প্রাণীর খাবার এবং আরও অনেক কিছু রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র কানাডাকে জ্বালানি রপ্তানি করে এবং শুল্কযুদ্ধ শুরু হলে সেসব জ্বালানির ওপরও শুল্ক আরোপ হতে পারে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, আমাদের প্রস্তুত থাকতে হবে এবং ট্রাম্পের বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের পরিণতি ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত।

কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও এই বাণিজ্যযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান বিজনেস কাউন্সিল অব কানাডার সিইও গোল্ডি হাইডার।



আরো পড়ুন