২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



গাইবান্ধার শিক্ষার্থীদের হাতে এখনো পৌঁছেনি পৌনে ৮ লাখ পাঠ্যবই

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা || ২৭ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম
গাইবান্ধার শিক্ষার্থীদের হাতে এখনো পৌঁছেনি পৌনে ৮ লাখ পাঠ্যবই


নতুন বছরে গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যবই সংকটে পড়েছে। এখনো প্রায় পৌনে ৮ লাখ বই তাদের হাতে পৌঁছেনি। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি পর্যন্ত চাহিদার ৩৬.৪৫ ভাগ বই গাইবান্ধায় আসেনি। এজন্য শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, গাইবান্ধা জেলায় মোট ১ হাজার ৪৬৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪ লাখ ৩ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বইয়ের চাহিদা পাঠানো হয় মোট ২১ লাখ ৩৪ হাজার ১২৮টি। সেখানে পাওয়া গেছে বিভিন্ন শ্রেণির জন্য ১৩ লাখ ৫৬ হাজার ১৮৫টি। সে অনুযায়ী চাহিদার মোট প্রাপ্তির হার ৬৩.৫৫ ভাগ।

গাইবান্ধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরেছেন। কিন্তু চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাত্র দুটি করে বই দেওয়া সম্ভব হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন, ‌‘বই পেতে কিছুটা বিলম্ব হলেও এ মাসে সব বই এসে যাবে। সব বই কেউ কেউ না পেলেও বিশেষ ব্যবস্থায় লেখাপড়া অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন