১৫ মার্চ ২০২৫, শনিবার



হার দিয়ে শেষ হলো নিউজিল্যান্ড সফর

ক্রীড়া ডেস্ক || ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪২ এএম
হার দিয়ে শেষ হলো নিউজিল্যান্ড সফর


ইতিহাস গড়া হলো না বাংলাদেশের,দিয়ে শেষ হলো নিউজিল্যান্ড সফর। তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে টাইগারদের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে হারের শঙ্কায় ছিল কিউইরা। তবে আশা জাগিয়েও জিততে পারেনি টাইগাররা। শেষ ম্যাচ বৃষ্টি আইনে হেরে সিরিজ হাতছাড়া হলো বাংলাদেশের।

রোববার মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমে ব্যাট করে ১১০ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধের আগে ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পরে আর খেলা না হওয়ায় ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ১৭ রানে জিতেছে কিউইরা।

ম্যাচ হারলেও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। একইসঙ্গে প্রথমবারের মতো কোনো বছর টি-২০ ফরম্যাটে সিরিজ না হেরে শেষ করেছে টাইগাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে একদম শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে টিম সেইফার্টকে ফিরিয়ে যার শুরুটা করেন মাহেদী হাসান। সেইফার্ট সহ পরের চার ব্যাটারই ১ রান করে সাজঘরে ফেরেন।

একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিচ্ছিলেন ফিন অ্যালেন। তবে তাকেও ৩৮ রানে বোল্ড করে কিউইদের বড় ধাক্কা দেন শরিফুল ইসলাম। মাত্র ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারের শঙ্কায় ছিল স্বাগতিকরা।

তবে কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন স্যান্টনার ও জেমস নিশাম। দুজনে মিলে রানের গতি বাড়ান। একইসঙ্গে উইকেট পতন রোধেও মনোযোগী ছিলেন তারা। বৃষ্টিতে খেলা বন্ধের আগে অবিচ্ছিন্ন ছিলেন দুজন।

শেষ পর্যন্ত স্যান্টনার ১৮ ও নিশাম ২৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে মাহেদী হাসান ও শরিফুল ইসলাম দুজনই দুটি করে উইকেট শিকার করেন।



আরো পড়ুন