১৫ মার্চ ২০২৫, শনিবার



বিএনপির ‘শান্তিপূর্ণ’ আন্দোলনের নমুনা ভাঙচুর-অগ্নিসংযোগ: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ পিএম
বিএনপির ‘শান্তিপূর্ণ’ আন্দোলনের নমুনা ভাঙচুর-অগ্নিসংযোগ: তথ্যমন্ত্রী


 বিএনপির চলমানা আন্দোলনের সমালোচনা করেছেন  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ঢাকায় বিএনপিনেতা খন্দকার মোশাররফ হোসেন বলছেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান। আর চট্টগ্রামে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের নমুনা হচ্ছে পুলিশের ওপর হামলা, গাড়িঘোড়া ভাঙচুর ও অগ্নিসংযোগ।’ মঙ্গলবার  (১৭ জানুয়ারি) বিকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মোনায়েম সরকার সম্পাদিত ‘আবদুল গাফফার চৌধুরী স্মারক গ্রন্থে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা বারবার বলে আসছি, বিএনপি দেশে অশান্তি সৃষ্টির জন্যই সভা সমাবেশগুলো করছে। সেই সমাবেশের নামে যেহেতু তারা আবার অগ্নিসংযোগ শুরু করেছে, পুলিশের ওপর হামলা করছে। সে কারণে জনজীবন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অতএব ভবিষ্যতে তাদের সমাবেশের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। তারা সমাবেশের কথা বলে আবার কী করে, সেটি নিয়েও ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে।’ 

‘বিএনপির রাজনীতি জনমুখী নয়, বিদেশিমুখী’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা রাতের অন্ধকারে বিদেশি কূটনীতিকদের কাছে ছুটে যাওয়া আর তাদের পদলেহন করার নীতি গ্রহণ করেছে। তবে এসব করে কোনো লাভ হয়নি। সেটি তারা বুঝেছে যখন অতি সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসে বলে গেছেন, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কাজের গুণগত উন্নতি হয়েছে।যুক্তরাষ্ট্র আমাদের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে চায়, প্রশিক্ষণ দিতে চায়। এতে তাদের মাথাটা খারাপ হয়ে গেছে। ফলে এখন তারা আবোল-তাবোল বকা শুরু করেছে।’ 

প্রসঙ্গত, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডিভালপমেন্ট রিসার্চের সহায়তায় আগামী প্রকাশনী থেকে প্রকাশিত ৪১৬ পৃষ্ঠার ‘আবদুল গাফফার চৌধুরী স্মারক গ্রন্থ’টিতে ৮০টি নিবন্ধ, সাক্ষাৎকার, আবদুল গাফফার চৌধুরীর কবিতা ও গল্প রয়েছে। 

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন