ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে সোমবার (২ অক্টোবর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পানামা পোর্ট অভ্যন্তরে মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করছেন।
চলন্ত বলেন, 'সোমবার (২ সেপ্টেম্বর) ভারতে গান্ধী জয়ন্তী দিবস পালিত হবে। এই উপলক্ষে ভারতে সরকারি ছুটি। তাই ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে ফের আমদানি-রপ্তানি শুরু হবে।'
পানামা পোর্ট লিংক লিমিটেড এর ব্যবস্থাপক (অপারেশন) অশিত কুমার স্যানাল বলেন, 'সোমবার (২ অক্টোবর) আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পোর্ট অভ্যন্তরে মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে।'
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি শেখ আশরাফুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, 'ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।'
ঢাকা বিজনেস/বুলু/এন