চুলের যত্নে আমরা সবাই কমবেশি তেল ব্যবহার করি। আর তেল চুলের জন্য উপকারীও বটে। কিন্তু কিছু ভুলের কারণে এই তেলই চুলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। চুলের যত্নে তেলের ব্যবহারে অবশ্যই মাথায় রাখতে হবে কিছু বিষয়।
১। চুলে খুশকি থাকলে তেল ব্যবহার না করা ভালো। এতে খুশকি আরও জেঁকে বসতে পারে। তেলের বদলে অ্যালোভেরা জেল বা নিমপাতার গুঁড়ো দিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করুন। এতে খুশকি কমবে, চুলও থাকবে ঝলমলে।
২। চুলে অতিরিক্ত তেল ম্যাসাজ করতে যাবেন না। জবজবে তেল দিলে সেটা পরিষ্কার করতে বাড়তি শ্যাম্পু ও পানির প্রয়োজন হয়। আর অতিরিক্ত শ্যাম্পু চুলের জন্য ক্ষতিকর।
৩। তৈলাক্ত চুলে বাড়তি তেলের প্রয়োজন নেই। তেলের বদলে চুলে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন।
৪। চুলে তেল দিয়ে বাইরে যাবেন না। আর গেলেও অবশ্যই চুল ঢেকে রাখুন। কারণ তৈলাক্ত চুলে ধুলাবালি জমে বেশি।
৫। সারারাত চুলে তেল দিয়ে রাখবেন না। এতে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হতে পারে। সর্বোচ্চ ৩ থেকে ৪ ঘণ্টা চুলে তেল রাখুন।
৬। তেল দেওয়ার আগে চুল আঁচড়ে নিতে হবে। চুল দেওয়ার পর চুল আঁচড়ানো কিংবা টেনে বাঁধা উচিত নয়।
৭। তেল দিয়ে ৫ থেকে ৭ মিনিট চুল ম্যাসাজ করুন। এর বেশি ম্যাসাজ করলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে।
ঢাকা বিজনেস/এন/