দিনাজপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববাব (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় হিলি চারমাথায় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
এ সময় ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহেবুর রহমান টিসিবির পণ্য বিক্রি ডিলার আলম হোসেন উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার অমিত রায় ঢাকা বিজনেসকে বলেন, ‘হাকিমপুর উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে ১০ হাজার ৫৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকায় ৫ কেজি চাল,২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে।’
ঢাকা বিজনেস/বুলু/এনই