১৫ মার্চ ২০২৫, শনিবার



অর্থনীতি
প্রিন্ট

‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

ঢাকা বিজনেস ডেস্ক || ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩৯ পিএম
‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’


বস্ত্রশিল্প দেশের দ্বিতীয় বৃহত্তর অর্থনৈতিক চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে ‘বাংলাদেশে ম্যান মেইড ফাইবার (এমএমএফ) উৎপাদনের সুযোগ- প্রযুক্তি চ্যালেঞ্জ ও লিঙ্কিং অ্যাকাডেমিয়া’ শীর্ষক সেমিনারে এমন্তব্য করেন।

আইইবির প্রেসিডেন্ট বলেন, ‘বস্ত্রশিল্প নিয়ে সরকার অনেক সচেতন। এই শিল্পকে বিকশিত করতে আরও গবেষণা করতে প্রকৌশলীরা এগিয়ে আসবেন। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। সময়ের পরিক্রমায় প্রতিযোগিতার বাজারে ঠিকে থাকতে হলে প্রতিনিয়ত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়।’  

ইঞ্জিনিয়ার সবুর বলেন, ‘আগামীর বিশ্বে টিকে থাকলে হলে প্রকৌশলীরা সুকৌশলী হতে হবে। আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ব্যবহার করে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে।’

আবদুস সবুর বলেন, ‘শেখ হাসিনার কাছেই আমাদের অর্থনীতি, রাজনীতি ও সমাজনীতি অনেক নিরাপদ। আগামী নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বস্ত্রশিল্পের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা দরকার।’  

আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদ হোসেনের সভাপতিত্বে আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।   সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থান করেন বুটেক্সের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন