১৫ মার্চ ২০২৫, শনিবার



‘লেভ ইয়াসিন’ পুরস্কারের প্রাথমিক তালিকা প্রকাশ

ক্রীড়া ডেস্ক || ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৯ এএম
‘লেভ ইয়াসিন’ পুরস্কারের প্রাথমিক তালিকা প্রকাশ


ব্যালন ডি'অর এর মতো মৌসুম সেরা গোলরক্ষকের ট্রফি ‘লেভ ইয়াসিন’। তাইতো কার হাতে যাবে  ট্রফি এ নিয়ে আলোচনা তুঙ্গে। কারো দৃষ্টিতে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলয়ানো মার্টিনেজ তো কারও মতে গত মৌসুমে ম্যানসিটিকে ট্রেবল জয়ে সহায়তা করা ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন।

তবে এদের দু’জন থেকেই যে সেরা বাছাই করতে হবে এমনটা নয়। ‘লেভ ইয়াসিন’ ট্রফি পাওয়ার রেসে আছেন আরও বেশ কিছু তারকা গোলরক্ষক। এদের মধ্যে রয়েছেন এসি মিলানের মাইক মাইগনান, আর্সেনালের অ্যারন র‍্যামসডেলরা। তবে অবাক করার বিষয় হচ্ছে এবারের বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় জায়গা হয়নি লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিন বর্ষসেরা গোলরক্ষকদের ‘লেভ ইয়াসিন’ পুরস্কারের প্রাথমিক মনোনয়নের তালিকা প্রকাশ করেছে। প্রতি বছর ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে বছরের সেরা গোলরক্ষককে দেওয়া হয় এই পুরস্কার। চলতি বছরের মনোনয়নের ক্ষেত্রে বিবেচনায় রাখা হয়েছে ক্লাব ও বিশ্বকাপের পারফর্ম্যান্স। তাতে যথারীতি জায়গা পেয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপে করেছেন দুর্দান্ত পারফর্ম, হয়েছিলেন সেরা গোলরক্ষকও। এছাড়াও তিনি হয়েছেন ফিফার বর্ষসেরার গোলরক্ষকও হয়েছেন তিনি। তাই লেভ ইয়াসিন ট্রফি জয়ের দৌড়ে বেশ এগিয়ে থাকবেন এই বলাই যায়।

তবে এমিকে এ ট্রফি পেতে লড়াই করতে হবে গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোয়ারেসের সঙ্গে। সিটিজেনদের ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ব্রাজিলিয়ান। অক্টোবরের ৩০ তারিখ চূড়ান্ত বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে।

লেভ ইয়াসিন ট্রফিতে মনোনীত গোলরক্ষক

এমিলিয়ানো মার্টিনেজ, মাইক মাইগনান, থিবো কর্তোয়া, অ্যারন র‍্যামসডেল, ইয়াসিন বোনো, আন্দ্রে ওনানা, ডমিনিক লিভাকোভিচ, মার্ক আন্দ্রে টের স্টেগান, এডারসন মোয়ারেস, ব্রাইস সামবা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন