বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। স্টার কিডের তকমা নিয়ে বলিউডে যাত্রা শুরু করলেও এখন তিনি বি-টাউনের প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী। কাজ করেছেন রোমান্টিক, বায়োপিক, হরর থেকে শুরু করে ঐতিহাসিক ঘটনানির্ভর গল্পে। নিজের গ্ল্যামার ও অভিনয় দিয়ে মন জয় করেছেন দর্শকদের।
গত ২১ জুলাই মুক্তি পায় জাহ্নবীর নতুন সিনেমা ‘বাওয়াল’। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শকের দারুণ প্রশংসা পায়। এতে মৃগীরোগে আক্রান্ত এক স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী। তার এই চরিত্র দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকের মতে, জাহ্নবীর সেরা কাজের মধ্যে একটি হতে যাচ্ছে ‘বাওয়াল’। চরিত্রটি করতে জাহ্নবীকে বেশ পরিশ্রম করতে হয়েছে।
জাহ্নবীর চরিত্রটি নিয়ে তার সহ-অভিনেতা বরুণ বলেন, ‘তিনি অসাধারণ একজন অভিনেত্রী। অল্প সময়ের মধ্যে বেশকিছু দর্শকপ্রিয় কাজ তিনি করে ফেলেছেন। তার ভবিষ্যতের জন্য শুভকামনা।’ এ ছাড়া করণ জোহর, খুশি কাপুর, দিশা পাটানির মতো তারকারা তার ‘বাওয়াল’ সিনেমা নিয়ে প্রশংসা করেছেন।
নিজের এই চরিত্র নিয়ে জাহ্নবী বলেন, ‘কিছু কাজ দর্শকের কাছে অভিনেতা-অভিনেত্রীকে আলাদাভাবে তুলে ধরে। তেমনি ‘বাওয়াল’ সিনেমাটি দর্শকদের কাছে আমাকে নতুন করে পরিচিতি দিয়েছে। আমি সবসময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চেয়েছি। ‘বাওয়াল’ সিনেমার গল্প এর আগে আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না। কাজটি করতে আমার বেশ চ্যালেঞ্জ নিতে হয়েছিল। যার ফল এখন দর্শকদের প্রশংসা থেকে পাচ্ছি; যা পেয়ে আমি আনন্দিত।’
জাহ্নবী ক্যারিয়ার শুরুর পর থেকে একের পর এক গল্প-চরিত্রনির্ভর কাজই করে যাচ্ছেন। প্রশংসাও পাচ্ছেন। তবে এবার তিনি নজর দিতে চান গ্ল্যামারাস চরিত্রে। এ বিষয়ে তিনি বলেন, ‘কমেডি, হরর গল্পসহ বেশকিছু গল্পনির্ভর সিনেমায় আমি ইতোমধ্যেই অভিনয় করেছি। এবার একটু গ্ল্যামারের দিকে নজর দেব। নতুন এমন কোনো গ্ল্যামারাস গল্পে অভিনয়ের অফার পেলে করার চেষ্টা করব। গ্ল্যামারাস বলতে মাসালা টাইপ সিনেমা। নাচ, গান, মারপিটে ভরপুর এমন সিনেমায় অভিনয় করতে চাই।’
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমায় জাহ্নবীর বিপরীতে অভিনয় করতে দেখা যায় অভিনেতা বরুন ধাওয়ানকে। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেন গুঞ্জন জোশি, অর্ণব খানসহ অনেকে।
জাহ্নবী সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায়। যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহার মতো জনপ্রিয় তারকারা।
ঢাকা বিজনেস/এন