১৫ মার্চ ২০২৫, শনিবার



কাল বিপিএলের নবম আসর শুরু

ক্রীড়া ডেস্ক || ০৫ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ এএম
কাল বিপিএলের নবম আসর শুরু


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হচ্ছে আগামীকাল ৬ জানুয়ারি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্সের খেলা দিয়ে এবারের আসর শুরু হচ্ছে। গত ডিসেম্বরে ফ্র্যাঞ্চাইজি এই লিগের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের আসরের ম্যাচগুলো। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকার প্রথম পর্ব। চট্টগ্রাম পর্বে খেলা হবে ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৩ ও ২৪ জানুয়ারি দুদিনের জন্য ঢাকায় ফিরে বিপিএল যাবে সিলেটে। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট-পর্ব।

ঢাকায় তৃতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। সে দফায় হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচও। ১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচের পর হবে প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ১৪ ফেব্রুয়ারি। ফাইনালসহ প্লে-অফে সব কটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।

দ্বিতীয় কোয়ালিফায়ার যেদিন হবে সেদিন ছাড়া প্রতিদিনই দুটি করে ম্যাচ। সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার দিনের ম্যাচগুলো শুরু হবে বেলা ২টায়, শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে বেলা আড়াইটায়। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়, সপ্তাহের বাকি ম্যাচগুলো শুরুর সময় সন্ধ্যা ৭টা। নবম আসরের পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্যদিয়ে।

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি 

তারিখ                       ম্যাচ                   ভেন্যু        সময়

৬ জানুয়ারি     চট্টগ্রাম–সিলেট          ঢাকা      দুপুর ২–৩০ মি.

                        কুমিল্লা–রংপুর            ঢাকা      সন্ধ্যা ৭–১৫ মি.

৭ জানুয়ারি     ঢাকা –খুলনা               ঢাকা      দুপুর ২টা

                       বরিশাল–সিলেট          ঢাকা      সন্ধ্যা ৭টা

৮ জানুয়ারি একদিনের বিরতি  

৯ জানুয়ারি  কুমিল্লা–সিলেট               ঢাকা        দুপুর ২টা

                     চট্টগ্রাম–খুলনা               ঢাকা        সন্ধ্যা ৭টা

১০ জানুয়ারি  বরিশাল–রংপুর           ঢাকা       দুপুর ২টা

                       ঢাকা –সিলেট             ঢাকা       সন্ধ্যা ৭টা

১১-১২ জানুয়ারি বিরতি  

১৩ জানুয়ারি  চট্টগ্রাম–বরিশাল      চট্টগ্রাম    দুপুর ২–৩০ মি.

                       খুলনা–রংপুর           চট্টগ্রাম     সন্ধ্যা ৭–১৫ মি.

১৪ জানুয়ারি   কুমিল্লা–বরিশাল      চট্টগ্রাম    দুপুর ২টা

                       চট্টগ্রাম–ঢাকা          চট্টগ্রাম    সন্ধ্যা ৭টা

১৫ জানুয়ারি বিরতি  

১৬ জানুয়ারি  ঢাকা –সিলেট         চট্টগ্রাম     দুপুর ২টা

                       চট্টগ্রাম–কুমিল্লা     চট্টগ্রাম     সন্ধ্যা ৭টা

১৭ জানুয়ারি  খুলনা–রংপুর          চট্টগ্রাম     দুপুর ২টা

                       কুমিল্লা–সিলেট      চট্টগ্রাম     সন্ধ্যা ৭টা

১৮ জানুয়ারি বিরতি  

১৯ জানুয়ারি  কুমিল্লা–ঢাকা           চট্টগ্রাম     দুপুর ২টা

                       বরিশাল–রংপুর       চট্টগ্রাম     সন্ধ্যা ৭টা

২০ জানুয়ারি  চট্টগ্রাম–খুলনা     চট্টগ্রাম    দুপুর ২–৩০ মি.

                       ঢাকা –বরিশাল     চট্টগ্রাম    সন্ধ্যা ৭–১৫ মি.

২১-২২ জানুয়ারি বিরতি  

২৩ জানুয়ারি  চট্টগ্রাম–রংপুর    ঢাকা       দুপুর ২টা

                       কুমিল্লা–ঢাকা       ঢাকা        সন্ধ্যা ৭টা

২৪ জানুয়ারি বরিশাল–সিলেট   ঢাকা        দুপুর ২টা

                      ঢাকা –খুলনা        ঢাকা        সন্ধ্যা ৭টা

২৫-২৬ জানুয়ারি বিরতি  

২৭ জানুয়ারি রংপুর–সিলেট      সিলেট      দুপুর ২–৩০ মি.

                     চট্টগ্রাম–বরিশাল   সিলেট    সন্ধ্যা ৭–১৫ মি.

২৮ জানুয়ারি কুমিল্লা–খুলনা     সিলেট       দুপুর ২টা

                       চট্টগ্রাম–সিলেট  সিলেট       সন্ধ্যা ৭টা

আরও পড়ুন : বিপিএলে কে কোন দলে, একনজরে চূড়ান্ত স্কোয়াড

২৯ জানুয়ারি বিরতি  

৩০ জানুয়ারি ঢাকা–রংপুর     সিলেট       দুপুর ২টা

                      খুলনা–সিলেট   সিলেট       সন্ধ্যা ৭টা

৩১ জানুয়ারি  ঢাকা –বরিশাল  সিলেট      দুপুর ২টা

                      কুমিল্লা–খুলনা   সিলেট      সন্ধ্যা ৭টা

১-২ ফেব্রুয়ারি বিরতি  

৩ ফেব্রুয়ারি  বরিশাল–খুলনা   ঢাকা      দুপুর ২–৩০ মি.

                     ঢাকা –রংপুর       ঢাকা      সন্ধ্যা ৭–১৫ মি.

৪ ফেব্রুয়ারি  চট্টগ্রাম–কুমিল্লা     ঢাকা    দুপুর ২টা

                      রংপুর–সিলেট       ঢাকা     সন্ধ্যা ৭টা

৫-৬ ফেব্রুয়ারি বিরতি  

৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম–ঢাকা          ঢাকা      দুপুর ২টা

                     কুমিল্লা–বরিশাল      ঢাকা      সন্ধ্যা ৭টা

৮ ফেব্রুয়ারি খুলনা–সিলেট        ঢাকা      দুপুর ২টা

                      চট্টগ্রাম–রংপুর     ঢাকা      সন্ধ্যা ৭টা

৯ ফেব্রুয়ারি বিরতি  

১০ ফেব্রুয়ারি কুমিল্লা–রংপুর    ঢাকা    দুপুর ২–৩০ মি.

                       বরিশাল–খুলনা   ঢাকা    সন্ধ্যা ৭–১৫ মি.

আরও পড়ুন: বিপিএল মাতাতে আসছেন রিজওয়ান-আফ্রিদি

১১ ফেব্রুয়ারি বিরতি  

১২ ফেব্রুয়ারি এলিমিনেটর   ঢাকা     দুপুর ২টা

১ম কোয়ালিফায়ার               ঢাকা      সন্ধ্যা ৭টা

১৩ ফেব্রুয়ারি রিজার্ভ ডে  

১৪ ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার   ঢাকা   সন্ধ্যা ৭টা

১৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে  

১৬ ফেব্রুয়ারি   ফাইনাল     ঢাকা   সন্ধ্যা ৭টা

১৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে  

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন