১৭ মার্চ ২০২৫, সোমবার



বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

মোহাম্মদ তারেকুজ্জামান || ২৭ জুলাই, ২০২৩, ০৩:৩৭ পিএম
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন


বিদায়ী সপ্তাহে (২৩ জুলাই-২৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) মোট লেনদেন ও সূচক কমেছে। তবে বেড়েছে বাজার মূলধন। বৃহস্পতিবার (২৭ জুলাই) সিএসই ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে (১৬ জুলাই-২০ জুলাই) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ টাকার। আর সদ্য বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে ৩১ দশমিক ২৩ শতাংশ; যা টাকার অঙ্কে কমেছে ১ হাজার ৪৭৮ কোটি ৭২ লাখ টাকা। গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯৪৭ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহে প্রত্যেকদিন গড়ে লেনদেন হয়েছে ৬৫১ কোটি ৩৩ লাখ টাকা।এক্ষেত্রেও লেনদেন কমেছে ৩১ দশমিক ২৩ শতাংশ। 

গত সপ্তাহের তুলনায় ডিএসই’র পিই রেশিও কমেছে। গত সপ্তাহে পিই রেশিও ছিলো ১৪ দশমিক ৪৬। আর বিদায়ী সপ্তাহে কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪২ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশগ্রহণ করেছিলো। এরমধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৩৫টির, অপরিবর্তিত ছিলো ২০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের।

এদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে সবগুলো সূচক গত সপ্তাহের তুলনায় কমেছে। ডিএসই’র প্রধান সূচক (ডিএসইএক্স) সদ্য বিদায়ী সপ্তাহে হয়েছে ৬ হাজার ৩৩৯ দশমিক ৫১ পয়েন্ট। গত সপ্তাহে যা ছিলো ৬ হাজার ৩৬৫ দশমিক ৬১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ২৬ দশমিক ১০ পয়েন্ট। এবং ০ দশমিক ৪১ শতাংশ। 

ডিএসই ৩০ সূচক (ডিএস৩০) গত সপ্তাহে ছিলো ২ হাজার ১৯৬ দশমিক ৭৯ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে এসে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৯ দশমিক ৮৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১ দশমিক ৬৮ পয়েন্ট। ৩৬ দশমিক ৯২ শতাংশ। আর ডিএসই শরিয়াহ্ সূচক (ডিএসইএস) সদ্য বিদায়ী সপ্তাহে কমেছে ০ দশমিক ৬৭ পয়েন্ট। ৯ দশমিক ২২ শতাংশ কমেছে। গত সপ্তাহে ডিএসইএস ছিলো ১ হাজার ৩৮৩ দশমিক ১৮ পয়েন্ট। আর সদ্য বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ দশমিক ৯৬ পয়েন্ট।

এদিকে ডিএসইতে সূচক ও মোট লেনদেন কমলেও বাজার মূলধন কিছুটা বেড়েছে। গত সপ্তাহে বাজার মূলধন ছিলো ৭ লাখ ৬৩ হাজার ৭৯৭ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৮৯৬ টাকা। আর বিদায়ী সপ্তাহে বাজার মূলধন এসে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৮৯৮ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ২৩৮ টাকা। এক্ষেত্রে বাজার মূলধন বেড়েছে ১০০ কোটি ৯১ লাখ ৬৩ হাজার ৩৪২ টাকা।

এদিকে সিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ১৩ লাখ ২১ হাজার ৮৪৭ টাকা। আর সদ্য বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৩৭ লাখ ২২ হাজার ৯ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেদেন কমেছে ৩০ কোটি ৭৫ লাখ ৯৯ হাজার ৮৩৮ টাকা। সিএসইতে মোট ৩১৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। 

এরমধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। সিএসই’র সব সূচক কমেছে। গত সপ্তাহের তুলনায় সদ্য বিদায়ী সপ্তাহে সিএএসপিআই সূচক কমেছে ০ দশমিক ৩২৯৫ শতাংশ, সিএসই৩০ সূচক কমেছে ০ দশমিক ১৮১৯ শতাংশ, সিএসসিএক্স কমেছে ০ দশমিক ৩৫০৮ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে ০ দশমিক ৩৩ শতাংশ, সিএসআই কমেছে ০ দশমিক ৪৯ শতাংশ এবং সিএসইএসএমইএক্স কমেছে ৩ দশমিক ৮২ শতাংশ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন