কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ৬ জন যাত্রী।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে চকরিয়া হারবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করেছে।
তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ নামের একটি বাস কক্সবাজারের দিকে আসছিল। এসময় সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ২ যাত্রী নিহত হন। এসময় আহত হয়েছেন অন্তত ৬ যাত্রী। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
খোকন কান্তি রুদ্র বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। হতাহত সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তাফহীম/এম