বলিউডের স্টার কিডদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম শানায়া কাপুর। অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা শানায়া। অনেক দিন ধরেই বি-টাউনে অভিষেকের কথা চলছে তার। এবার আনুষ্ঠানিকভাবে অভিষেক হচ্ছে সঞ্জয় কন্যার। দক্ষিণের কিংবদন্তি অভিনেতা মোহনলালের সিনেমা দিয়ে অভিষেক হতে যাচ্ছে শানায়ার। সিনেমার নাম ‘বৃষভ’। অ্যাকশনধর্মী এই সিনেমায় শানায়াকে অ্যাকশন গার্ল হিসেবে উপস্থাপন করা হবে।
সিনেমায় তিনি রোশান মেকার বিপরীতে অভিনয় করবেন। রোশানকে দেখা যাবে মোহনলালের ছেলের ভূমিকায়। বৃষভ সিনেমাটির গল্প লিখেছেন জানার্ধানা মহারশি। সিনেমাটি পরচালনা করবেন নান্দা কিশোর।
শানায়াকে নিয়ে ছবিটির প্রযোজক জুহি পারেখ বলেন, ‘আমাদের নতুন প্রজেক্ট ‘বৃষভ’। সিনেমায় ভারতের কিংবদন্তি অভিনেতা মোহনলালকে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া এই সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় দুজন স্টার কিড। একজন কাপুর পরিবারের মেয়ে শানায়া কাপুর, অন্যজন সালমা আগারের মেয়ে জাহারাহ খান। তাদের দুজনকে একসঙ্গে পেয়ে আমরা আনন্দিত। সিনেমার শুটিংয়ের কাজ সেপ্টেম্বরে শুরু হবে। অ্যাকশনধর্মী সিনেমাটিতে দুই নতুন মুখকেই আক্রমণাত্মক চরিত্রে দেখা যাবে। যাদের মনে কোনো মায়া থাকবে না। তরুণ এই দুই অভিনেত্রী আমাদের সিনেমার জন্য সাফল্য বয়ে আনবে বলে আমার বিশ্বাস।’
নিজের প্রথম সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত সঞ্জয়কন্যা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমায় অভিনয়ের সুখবর দিয়ে এক পোস্টে শানায়া লেখেন, ‘খবরটি শুনে আমি রীতিমতো উল্লাস করছি। আমার জন্য ও আমার পরিবারের জন্য এটি বছরের সেরা সুখবর। আমার গোটা পরিবার আনন্দিত। বন্ধুরা সবাই আমাকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছে। এমন একটি কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারায় আমি গর্বিত। সিনেমার প্রধান চরিত্রে আমাদের সবার প্রিয় মোহনলাল স্যার অভিনয় করবেন, যা আমাদের জন্য সৌভাগ্যের। এখন ভালোভাবে বড় পর্দায় নিজেকে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য।’
ঢাকা বিজনেস/এন/