দরজায় কড়া নাড়ছে নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩। আর মাত্র কয়েক দিনপরই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পর্দা উঠবে টুর্নামেন্টটির। বিশ্বকাপের আগে প্রস্তুতি ভালো ভাবেই সেরে নিয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের আগে নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে শনিবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় পেরুর মুখোমুখি হয় লিওনেল মেসি ও ডি মারিয়াদের দেশের মেয়েরা। ম্যাচটিতে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
মারিয়ানা ল্যারোকুয়েট, এস্তেফানিয়া বানিনি, ইয়ামিলা রদ্রিগেজ ও ক্যামিলা গোমেজ আরেস প্রত্যেকে একটি করে গোল করেন।
ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথম গোলটি করেন মারিয়ানা। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটের মাথায় গোল ব্যবধান দিগুণ করেন বানিনি। ২-০ তে এগিয়ে থেকে প্রথামর্ধ শেষ করে আর্জেন্টিনা।
বিরতির পর পেরুর মেয়েদের উপর আরও চাপ তৈরি করে আর্জেন্টিনার মেয়েরা। একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৬১ তম মিনিটে ইয়ামিলার গোলে ৩-১ তে এগিয়ে যায় তারা। শেষ দিকে ম্যাচের অতিরিক্ত মিনিটে ক্যামিলার গোলে আর্জেন্টিনার এক হালি পূর্ণ হয়।
বিশ্বকাপের আগে এই জয় আর্জেন্টিনার মেয়েদের জন্য আত্মবিশ্বাসের কারণ হয়ে উঠবে।
ঢাকা বিজনেস/এমএ/