১৬ মার্চ ২০২৫, রবিবার



লালমনিরহাটে ভেঙে গেছে বাঁধ, ত্রাণ কার্যক্রম শুরু

ফারুক আলম, লালমনিরহাট || ১৫ জুলাই, ২০২৩, ০৯:৩৭ এএম
লালমনিরহাটে ভেঙে গেছে বাঁধ, ত্রাণ কার্যক্রম শুরু


লালমনিরহাটে তিস্তা-ধরলার পানি কমছে। তবে, দেখা দিয়েছে ভাঙন। ইতোমধ্যে একটি বাঁধ ভেঙে গেছে। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, এখন পানি একটু বেশি। আপাতত জিও ব্যাগ দেওয়া হয়েছে। পানি কমছে। আর একটু কমলে পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করবে।

শুক্রবার (১৪ জুলাই) তিস্তায় বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। আজ (১৫ জুলাই) ভোর ৬টায় ২০ সেন্টিমিটার, সকাল ৯টায় ১২ সেন্টিমিটার এবং দুপুর ১২টায় বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে, জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধন স্পারবাঁধের পূর্ব পাশে একটি বাঁধ ভেঙে গেছে। আশার আলো নামের এই বাঁধটি স্থানীয়দের অর্থায়নে ৫ বছর আগে করা হয়। বাঁধটি ভেঙে যাওয়ায় ৫-৬০ পরিবার ও বেশ কয়েক হেক্টর ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, ‌‘এখন পানি একটু বেশি। আপাতত জিও ব্যাগ দেওয়া হয়েছে। পানি কমছে। আর একটু কমলে পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করবে। আগামী ২৪ ঘণ্টায় পানি আরও কমবে।’

এদিকে, ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। কিছু এলাকায় শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। 

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্দ উল্যাহ বলেন, ‘১১০ মেট্রিক টন চাল আর ৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ইউএনওরা শুকনা খাবার বিতরণ করছেন।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন