কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে ১০ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১১ টায় ভারত থেকে একটি ট্রাক কাঁচামরিচ নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ২৪ আগস্ট থেকে দেশে কাঁচা মরিচের আমদানি বন্ধ ছিল। দেশের বাজারে কাঁচা মরিচের অস্বভাবিক ভাবে দাম বাড়ায় গত রোববার (২৫ জুন) সরকার আবারও কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। এর ফলে সোমবার হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
তিনি আরও জানান, হিলি স্থলবন্দরের ৬ টি আমদানিকারক প্রতিষ্ঠান ইতোমধ্যে ২ হাজার ৫০০ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানির ইমপোর্ট পারমিট (আইপি) পেয়েছে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে জানান, আইপি পাওয়ার আজ থেকে হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
ঢাকা বিজনেস/এমএ