বলিউডের প্রাণ তিন খান। সালমান খান, শাহরুখ খান ও আমির খান- এই তিন তারকা দর্শকদের উপহার দিয়েছেন অনেক সিনেমা। তিনজনের বন্ধুত্ব নিয়ে ভক্তদের মনে উঁকি মারে নানা প্রশ্ন।
সম্প্রতি এই ৩ তারকাকে দেখা গেলো একসঙ্গে। সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ভোররাত পর্যন্ত পার্টি করেছেন ৩ খান। আর এতেই উঠেছে গুঞ্জন। ৩ সুপারস্টার নাকি একসঙ্গে বড় ধরনের প্রজেক্ট নিয়ে সিনেমা বানানোর কথা ভাবছেন। তাই পার্টি নিয়ে ভক্তদের মধ্যে এখন ধোঁয়াশা।
প্রসঙ্গত, সালমান খানের 'টাইগার থ্রি' মুক্তির অপেক্ষায় রয়েছে। আর 'পাঠান' হাওয়ায় এখনো মজে আছেন শাহরুখ খান।
ঢাকা বিজনেস/এন/