১৬ মার্চ ২০২৫, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

সিসিটিভির আওতায় আসছে নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি || ০১ মে, ২০২৩, ০৫:৩৫ এএম
সিসিটিভির আওতায় আসছে নজরুল বিশ্ববিদ্যালয়


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সিসিটিভির (ক্লোজড সার্কিট টেলিভিশন) আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এমন উদ্যোগ নিয়েছে।’

সোমবার (১ মে) ক্যাম্পাস সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, ক্যাম্পাসকে সিসি টিভির আওতায় আনতে গত ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হাফিজুর রহমান স্বাক্ষরিত একটি ই-টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ১৫ মে’র মধ্যে আবেদনের জন্য বলা হয়।

প্রকল্পের নকশা প্রস্তুত করেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিদুজ্জামান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বিভাগ, হলসহ পুরো ক্যাম্পাসে সিসিটিভি বসানো হবে। প্রয়োজনে ক্যামেরার সংখ্যাও বাড়ানো হতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘সিসিটিভি হচ্ছে একটি ওয়াচ মিডিয়াম। যার মাধ্যমে পুরো ক্যাম্পাসে সার্বক্ষণিক নজরদারির চেষ্টা করা যেতে পারে। তবে ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক থেকে ঝাড়ুদার পর্যন্ত সবাইকে ভূমিকা রাখতে হবে। ক্যাম্পাসে চুরিসহ অন্য কোনো ঘটনা যেন দুষ্কৃতকারীরা সহজে ঘটাতে না পারে তার জন্য পূর্ব সতর্কতার কথা বিবেচনা করে ক্যামেরাগুলো স্থাপন করা হচ্ছে।’

আসলাম/এইচ



আরো পড়ুন