ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৭ এপ্রিল) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও কমেছে এদিন। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ৪৪৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ২৯ কোটি ৩৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রোববার (১৬ এপ্রিল) ডিএসইতে ৪৭২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ পয়েন্টে।
সোমবার ডিএসইতে ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির।
এদিকে, সিএসই সার্বিক সূচক কমেছে দশমিক ২০ পয়েন্ট। সোমবার সিএসইতে ৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা বিজনেস/এইচ