১৫ মার্চ ২০২৫, শনিবার



রামুতে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার সংবাদ-দাতা || ০৯ এপ্রিল, ২০২৩, ০১:৩৪ পিএম
রামুতে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষ, নিহত ১


কক্সবাজারের রামুর কাউয়ারখোপে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে মিয়ানমারে গরু পাচারকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবদুল আজিজ নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪ জন বিজিবি সদস্য। শনিবার (৮ এপ্রিল) রাতে পূর্ব কাউয়ারখোপ এলাকায় এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোনের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, কাউয়ারখোপ বাজারের পাশে ডেপারকুল এলাকা থেকে রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা গরু নাইক্ষ্যংছড়ি বিজিবি জব্দ করে। এসময়  গরু সিন্ডিকেট ব্যবসায়ীদের  সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিজিবি গরুগুলো পূর্ব কাউয়ারখোপ নিয়ে  এলো দ্বিতীয় দফা  বিজিবির সঙ্গে চোরাকারবারীদের সংঘর্ষ হয়।

লে. কর্নেল মো. রেজাউল করিম জানান, নাইক্ষ‍্যংছড়ি ১১বিজিবি টহল দলের ওপর চোরাকারবারীদের আক্রমণে চার জন বিজিবির সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 ঢাকা বিজনেস/আনাম/এমএ/এনই



আরো পড়ুন