১৫ মার্চ ২০২৫, শনিবার



সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ১৩ মার্চ, ২০২৩, ০৪:৩৫ পিএম
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী


কাতার সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার পর  গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

এর আগে, গত ৪ মার্চ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি ৫ : সম্ভাবনা থেকে সমৃদ্ধি) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতার সফর করেন প্রধানমন্ত্রী। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন ইভেন্টে তিনি অংশ নেন।

গত ৫ মার্চ জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর স্মুথ অ্যান্ড সাসটেইনেবল গ্র্যাজুয়েশন : ম্যাচিং টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তাদের সামনে ৫দফা সুপারিশ তুলে ধরেন তিনি।

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন