১৫ মার্চ ২০২৫, শনিবার



ক্যাম্পাস
প্রিন্ট

রাবি উপাচার্যকে ঘিরে রেখেছেন বিক্ষোভকারীরা

রাবি প্রতিনিধি || ১২ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম
রাবি উপাচার্যকে ঘিরে রেখেছেন বিক্ষোভকারীরা


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে ঘিরে রেখেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। রোববার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে উপাচার্যকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ঘিরে ধরেন তারা।

শনিবার (১১ মার্চ) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির অভিযোগ এনে উপাচার্যকে ঘিরে ধরেছেন বিক্ষোভকারীরা। 

শিক্ষার্থীরা বলেন, আমাদের শতশত ভাই আহত মেডিক্যালে ভর্তি আছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। প্রশাসনের ঘুমন্ত চেহারা আমরা অনেক দেখেছি। গতকালের ঘটনায় আমরা প্রশাসনের কাউকেই পাশে পাইনি।

শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ-মিছিল করলে উপাচার্য সম্মুখ আলোচনার জন্য শিক্ষার্থীদের সাবাশ বাংলাদেশ মাঠে আসার আহ্বান জানান। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল সংঘর্ষের ঘটনাস্থল বিনোদপুর গেটে গিয়ে আলোচনায় বসতে বলেন। এতে উপাচার্য সম্মত না হলে তাকে ভেতরে রেখে শিক্ষার্থীরা চারদিক থেকে ঘিরে বিক্ষোভ মিছিল করেন।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ১২ ও ১৩ মার্চ সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১১ মার্চ) রাতে অনিবার্য কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে সংঘর্ষ শুরু হয়৷ চলে রাত প্রায় ১২টা পর্যন্ত। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। আহতদের রাবি মেডিক্যালে ও রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব, পুলিশ ও বিজিবি কাজ করেছে। 

এম/এম



আরো পড়ুন