১৫ মার্চ ২০২৫, শনিবার



বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত

ঢাকা বিজনেস ডেস্ক || ০৬ আগস্ট, ২০২৪, ১০:৩৮ এএম
বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়া মুক্ত


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে এবং ০১ জুলাই ২০২৪ হতে ০৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে তাদের অনেকে মুক্তি পেয়েছেন।



আরো পড়ুন