১৫ মার্চ ২০২৫, শনিবার



বেড়েছে কাঁচামরিচ আমদানি, কমেছে ঝাল

আনোয়ার হোসেন বুলু. দিনাজপু || ০৬ জুলাই, ২০২৪, ০৫:৩৭ এএম
বেড়েছে কাঁচামরিচ আমদানি, কমেছে ঝাল


দিনাজপুরের হিলি বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি বেড়েছে। আমদানি বাড়ায় খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম। দুই দিন আগে বৃহস্পতিবার (৪ জুলাই) প্রতিকেজি কাঁচামরিচ ২০০ টাকা বিক্রি হলেও আমাদানি বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে ১৭০ টাকা দরে। হিলি বাজার ব্যবসায়ীরা বলছেন, দেশে বন্যার কারণে কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। আর ক্রেতারা বলছেন, হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়তে হয়েছে তাদের। 

শনিবার (৬ জুলাই)  হিলিবাজারে সবজি কিনতে এসেছেন মো. ময়েজ উদ্দিন। তিনি বলেন, বাজারে এসেছি সবজি কিনতে। দেখছি কাঁচামরিচের দাম একটু কমেছে। দুই দিন আগে প্রতিকেজি কাঁচামিরিচ বিক্রি হয়েছিল ২০০ টাকা দরে। ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়ায় কিছুটা দাম কমেছে। আজ (৬ জুলাই) প্রতিকেজি কাঁচামরিচ ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।’

আরেক মো. আবুজার রহমান বলেন, ‘বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ৩০ টাকা কমেছে। দুই দিন আগে প্রতিকেজি কাঁচামরিচ ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর আজ বিক্রি হচ্ছে ১৭০ টাকা দরে।’

হিলিবাজারের পাইকারি কাঁচামরিচ ব্যবসায়ী মো. শাকিল হোসেন বলেন, ‘এক সপ্তাহ আগে দেশি কাঁচামরিচ বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। বর্তমান দেশে বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে। যার কারণে  দাম বেড়েছে। ইতোমধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। বর্তমান বাজারে ভারতীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৭০ কেজি দরে। দুই দিন আগে ভারতীয় কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে।’

শাকিল হোসেন আরও বলেন, ‘ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়লে দেশের বাজারে কাঁচামরিচের দাম আরও কমে আসবে।’

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। যার কারণে কাঁচামরিচের দাম বেড়েছে। বর্তমান কাঁচামরিচের বাজার নিয়ন্ত্রণ রাখতে ভারতের বিভিন্ন এলাকা থেকে কাঁচামরিচ আমদানি শুরু করেছেন আমদানিকারকেরা। এক সপ্তাহ আগে প্রতিদিন ৩ থেকে ৪ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও বর্তমান তা বেড়ে ৮ থেকে ১০ ট্রাকে আমদানি হচ্ছে।’

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘বৃহস্পতিবার (৪ জুলাই) একদিনে ১৩ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানি এভাবে বাড়তে থাকলে মরিচের দাম আরও কমে আসবে।’

হিলিবন্দরের হিসাব মতে, গত ২৩ মে থেকে ৪ জুলাই পর্যন্ত ১৮৭ ট্রাকে ১ হাজার ৭২৩ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন