এ সময়ের চিত্রনায়িকা শিরীন শিলা। এ মুহূর্তে ৪টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘ভালোবাসি তোমায়’, ‘যাযাবর’, ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ও ‘দ্য রাইটার’ এই ৪ সিনেমার মধ্যে প্রথম ৩টি সিনেমার বেশ কিছু অংশের কাজ এরইমধ্যে শেষ হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) থেকে তিনি শুরু করেছেন ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং। এ সিনেমায় তাকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায়। সিনেমার পরিচালক অপূর্ব রানা।
সিনেমাগুলোতে অভিনয় প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘যেসব সিনেমায় অভিনয় করছি, প্রত্যেকটিতে আমার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জিংও বটে। মুক্তি পেলে সবার ভালো লাগবে।’
এদিকে শিরীন শিলা অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙ্গা ঘর’, চন্দন চৌধুরী পরিচালিত ‘২৪.৩-এর রাত’ও মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
ঢাকা বিজনেস/এন/