৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জানুয়ারি) জিবি-বিএসএফ বৈঠকের মাধ্যমে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। বুধবার (২৫ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, তিন মাস আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মেহেরপুর শহরের কাসারিপাড়ায় তার ভাই রহিম বকসের বাড়িতে আসেন ভারতীয় বৃদ্ধা মোছা. মন্ডল জমিলা বেওয়া। এরপর গত রোববার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় সীমান্তপথে অবৈধভাবে ভারতে ফিরে যাওয়ার সময় বিজিবি সদস্যদের কাছে আটক হন তিনি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক বলেন, গত (২২ জানুয়ারি) বিকালে দামুড়হুদার মুন্সিপুর গ্রামের এমপি ঘাট সীমান্তের কাছে বৃদ্ধা মন্ডল জমিলাকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির টহল দলের সন্দেহ হয়। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ওই বৃদ্ধা জানান, তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধুবুলিয়া থানার পাথরাদহ পশ্চিমপাড়া গ্রামে। তার স্বামীর নাম মৃত ফজলু। তিন মাস আগে তিনি ভারত থেকে বাংলাদেশে তার ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
তিনি আরও বলেন, বৃদ্ধা নিজ বাড়িতে অবৈধভাবে ফেরত যাওয়ার সময় আটক হলে মানবিক দিক বিবেচনা করে তাকে ভারতে যেতে বিজিবি বাধা না দিলেও বিএসএফের সদস্যরা জমিলাকে ভারতে প্রবেশে বাধা দেন। বিজিবির পক্ষ থেকে অনুরোধ করা হলে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বৃদ্ধাকে গ্রহণ করবে বলে জানালে বুধবার সন্ধ্যায় মুন্সিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে জমিলাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
মিজান/এম