নিজের বিয়েতে সাবেক প্রেমিকদের নিমন্ত্রণ জানিয়েছেন এক কনে। শুধু তাই নয়, সাবেক প্রেমিকদের খাওয়ার ব্যবস্থা করেছেন একই টেবিলে।
সম্প্রতি ঘটনাটি চীনের হুবেই প্রদেশে ঘটেছে। ওই বিয়ের ভোজ অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, একটি টেবিলে বসে আছেন ৫ জন তরুণ। ওই টেবিলের ওপর রাখা একটি কার্ডে লেখা ‘টেবিলটি সাবেক প্রেমিকদের জন্য’। এদিকে ওই পাঁচ তরুণের সঙ্গে টেবিলে বসে ছিলেন দুই নারীও। অনেকে বলছেন, তারা ছিলেন ওই তরুণদের দুজনের বর্তমান সঙ্গী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সাবেক প্রেমিকার বিয়ের ভোজ অনুষ্ঠানে বেশ শান্তশিষ্টই ছিলেন ওই তরুণেরা। তবে চারপাশের উৎসবমুখর পরিবেশের সঙ্গে যেন খাপ খাইয়ে নিতে পারছিলেন না। উৎসবমুখর পরিবেশে অস্বস্তির ব্যাপারটা তাদের চেহারাতেই স্পষ্ট ছিল।
তবে চীনে এমন ঘটনা এই প্রথম নয়, এর আগে দেশটির গুয়াংডং প্রদেশে একটি বিয়েতে একই ঘটনা ঘটেছিল। গত বছরের জুনে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাবেক প্রেমিকদের জন্য সাজানো একটি টেবিলে বসে আছেন ৯ জন তরুণ।