১৫ মার্চ ২০২৫, শনিবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

ইউনিয়ন ব্যাংক-মেডর‌্যাবিটস হেলথকেয়ারের মধ্যে চুক্তি সই

ঢাকা বিজনেস ডেস্ক || ১৩ মে, ২০২৪, ০৮:৩৫ এএম
ইউনিয়ন ব্যাংক-মেডর‌্যাবিটস হেলথকেয়ারের মধ্যে চুক্তি সই


ইউনিয়ন ব্যাংক পিএলসি ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছ। সম্প্রতি রাজধানীর গুলশান-১-এর ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তি অনুযায়ী, ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডধারী গ্রাহকরা মেডর‌্যাবিটস হেলথকেয়ার থেকে হেলথকেয়ার সার্ভিসের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। 

ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মো. জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিয়ন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান শাহরিয়ার রউফ এবং মেডর‌্যাবিটস হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক অমল আর দেশমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




আরো পড়ুন