১৬ মার্চ ২০২৫, রবিবার



ইউনিয়ন ব্যাংকের ধলাপাড়া উপশাখা উদ্বোধন

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ মে, ২০২৪, ০৭:৩৫ এএম
ইউনিয়ন ব্যাংকের ধলাপাড়া উপশাখা উদ্বোধন


শরিয়াহ্ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে টাঙ্গাইলে ইউনিয়ন ব্যাংকের ধলাপাড়া উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধলাপাড়া উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, ঘাটাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরিফ হোসেন এবং ঘাটাইল ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা এবং টাঙ্গাইলের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই উপলক্ষে  দোয়া-মাহফিলেরও আয়োজন করা হয়। 



আরো পড়ুন