২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই

ঢাকা বিজনেস ডেস্ক || ০৯ ডিসেম্বর, ২০২৩, ০১:৪২ পিএম
ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই


সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার জুনিয়র আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসান জানান, ‘ব্যারিস্টার মইনুল হোসেন গেলো কয়েকদিন ধরেই হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।’

প্রসঙ্গত, দেশের প্রখ্যাত সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠপুত্র ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি একসময় ইত্তেফাকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। একইসঙ্গে তিনি ডেইলি নিউ ন্যাশন নামে একটি ইংরেজি দৈনিকে প্রকাশকও ছিলেন।

ব্যারিস্টার মইনুল হোসেন ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর মিডল টেম্পলে আইন বিষয়ক পড়াশোনা করেন। ১৯৬৫ সালে বার থেকে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।

২০০৭ সালে গঠিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

/ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন