২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি

ক্রীড়া ডেস্ক || ১০ নভেম্বর, ২০২৩, ০৭:৪১ এএম
বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি


বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারাতে পারলেই সিরিজ হবে বাংলাদেশের। আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৬৬ রান। বাংলাদেশের সামনে লক্ষ্য ১৬৭ রান। 

শেষ খবর পর্যন্ত লক্ষ্যের দিকে ভালোভাবেই এগোচ্ছে বাংলাদেশ। ১২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের মেয়েরা করেছেন ৫১ রান। ১২ তম ওভারের শেষ বলে সহজ ক্যাচ দিয়েও লাইভ পেয়েছেন মুর্শিদা। ফঅরজানা ২৯ এবং মুর্শিদা ২১ রানে অপরাজিত আছেন। 

খেলা দেখতে পাবেন ইউটিউব এবং বিসিবি ওয়েবসাইটে।

এর আগে প্রথম ওয়ানডেতে জিতেছিল সফরকারী পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে উভয় দলই করেছিল ১৬৯ রান। ম্যাচ টাই হয়েছিল। সুপার ওভারে পাকিস্তান করেছি ২ উইকেটে ৭, বাংলাদেশ করেছিল ১ উইকেটে ১০ রান। 

১০ নভেম্বর সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশের বোলাররা আয়ত্বের মধ্যেই আটকে রেখেছেন পাকিস্তানকে। এবার ব্যাটাররা ভালো করতে পারলেই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে আসবে আরেকটি সিরিজ জয়। 

সকালে টস জিতে ব্যাটিং নেন পাকিস্তানের অধিনায়ক নিদা দার। শুরুটা তাদের ভালোই ছিল। ইনিংসের অর্ধেক পর্যন্ত তারা বেশ ভালোভাবেই এগোচ্ছিল। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা বেশিদূর এগোতে পারেনি। অবশ্য একজনের প্রসংশা না করলেই নয়, ব্যাট ক্যারি করেছেন পাকিস্তানী ওপেনার সিদরা আমিন। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ৮৪ (১৪৩ বল) রানে অপরাজিত ছিলেন। তাকে আউট করা গেলে আরো আগেই গুটিয়ে যেত পাকিস্তান। আরেক ওপেনার সাদাফ শামস করেন ৩১ রান (৬১)। এছাড়া দুই অংক ছুঁতে পেরেছেন আর মাত্র দুইজন। মুনিবা আলী করেছেন ১৪, দিয়ানা বেগ করেছেন ১১ রান। 

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার নিয়েছেন ৩ উইকেট। দুই উইকেট পেয়েছেন রাবেয়া খাতুন। একটি করে উইকেট পেয়েছেন ফাহিমা, নিশি এবং স্বর্না। মারুফা ভালো বল করলেও কোনো উইকেট পাননি। 

উল্লেখ্য, চলতি সফরে এর আগে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। 

চলমান ওয়ানডে সিরিজটি আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ (২০২২-২০২৫) এর অংশ। সুতরাং এই সিরিজটি জয়ে র‌্যাংকিংয়ে ‍সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন