আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৮তম ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের হয়ে উদ্বোধনে নেমে শতক রানের জুটি গড়েছেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তকের সংগ্রহ ২১ ওভার শেষে বিনা উইকেটে ১৩৪ রান। ক্রিজে আবদুল্লাহ শফিক ৬৪ ও ৬৩ রানে ব্যাট করছেন।
শুক্রবার ব্যাঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ফলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩৬৮ রান।
ঢাকা বিজনেস/এমএ/