২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



’৭৫- পরবর্তী প্রেক্ষাপট নিয়ে সিনেমায় নিপুণ

বিনোদন ডেস্ক || ০৩ জুন, ২০২৩, ০৮:৩৬ এএম
’৭৫- পরবর্তী প্রেক্ষাপট নিয়ে সিনেমায় নিপুণ


১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ পরবর্তী ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিক্রিয়ায় দেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব পড়েছিল, তার গল্প নিয়ে তৈরি হচ্ছে একটি সিনেমা। নাম ‘আজান’। 

সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। নির্মাতা জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। 

এর পরবর্তীকাল থেকে ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সময় পর্যন্ত তৎকালীর প্রেক্ষাপটে এ সিনেমার কাহিনি বিস্তৃত। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ। 

এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে নিপুন বলেন, ‘গল্পের প্রেক্ষাপটে এটিকে একটি ঐতিহাসিক সিনেমা বলা যেতে পারে। এ ধরনের একটি সিনেমায় অভিনয় করতে পেরে নিজেরও বেশ ভালো লাগছে। আশা করছি সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন।’ গত ২৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত কালিগঞ্জের বিভিন্ন লোকেশনে ‘আজান’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন