২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ওয়েব ফিল্মে সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক || ২৭ মে, ২০২৩, ০৭:৩৫ এএম
ওয়েব ফিল্মে সাদিয়া আয়মান


সাম্প্রতিক সময়ের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। গত ঈদে বেশকিছু নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিছুদিন আগে অভিনয় করেছেন ‘স্বপ্নভূক’ নামের একটি ওয়েব ফিল্মে। এটি রচনা ও নির্মাণ করছেন মাসুম শাহরিয়ার। বর্তমানে প্রায় শেষদিকে এই ওয়েব ফিল্মের নির্মাণকাজ। 

সাদিয়া আয়মান বলেন, ‘আমার প্রথম ওয়েব ফিল্ম মায়া শালিকের জন্য এখনো অনেক সাড়া পাই। এ জন্য শিহাব শাহীন ভাইয়া ও অপূর্ব ভাইয়ার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর নতুন ওয়েব ফিল্ম স্বপ্নভূক-এ আমার চরিত্রটি এক কথায় অসাধারণ। টানা কাজ করে যাচ্ছি এতে। একটি নির্দিষ্ট স্থানে যে এর শুটিং হচ্ছে এমনটি নয়। গল্পের প্রয়োজনে ঢাকা ও ঢাকার বাইরে নানা জায়গায় শুটিং হচ্ছে। আমি বেশ কয়েকদিন যাবৎ এই চরিত্রের মধ্যে ডুবে আছি। আমি চাই আমার ওপর আস্থা রেখে নির্মাতা যেভাবে কাজটি করছেন অনেক কষ্ট করে যেন তিনি সন্তুষ্ট হতে পারেন। দর্শককে একটি ভালো ওয়েব ফিল্ম উপহার দিতে পারেন। আমি মাসুম শাহরিয়ার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ আমার ওপর আস্থা রাখার জন্য।’ 

কিছুদিন আগে সাদিয়া আয়মান তার নিজ জেলা বরিশালে সুব্রত সঞ্জীবের পরিচালনায় ‘রূপগন্ধ’ নাটকে কাজ করেছেন। গেল ঈদে তার অভিনীত ‘দই ফুচকা’, ‘ডুব সাঁতার টু’, ‘বাবুই পাখির বাসা’, ‘নো ইউর পার্টনার’, ‘কষ্টের নাম মায়া’, ‘জলতরঙ্গ’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। 

প্রসঙ্গত, বরিশালের মেয়ে সাদিয়া। ঢাকায় পড়াশোনার সুবাদেই কাজে আসা। নিজের খেয়ালবশেই ছবি জমা দিতে গিয়ে আটকে যান এই আলোছায়ার জগতে।

নিজের ক্যারিয়ার নিয়ে সাদিয়া বলেন, 'আমি সব সময় আমার কর্মে বিশ্বাস করি। খুব অল্প বয়স থেকেই আমি স্বাধীনচেতা একটা মেয়ে। নিজের আত্মবিশ্বাসটাই আমার সব। তবে ইন্ডাস্ট্রিতে অনেকের কাছেই আমি প্রতিনিয়ত শিখছি। অনেকদূর যাওয়ার স্বপ্ন নিয়েই ভালো কিছু কাজ করে যেতে চাই।'

গিয়াস উদ্দিন সেলিমের নিরীক্ষাধর্মী চলচ্চিত্র ‘কাজলরেখা’য় এক অন্য সাদিয়া হিসেবে প্রকাশিত হবেন। সাদিয়া বলেন, 'সেলিম ভাই ও শিহাব শাহিন ভাই দুজনের প্রতিই আমার অনেক কৃতজ্ঞতা। তারাই আমার মেন্টর। বাকিটা দর্শকদের ভালোবাসা।'

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন