২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়ছে শীত

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || ২৬ ডিসেম্বর, ২০২২, ০১:৩২ পিএম
হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়ছে শীত


হিমালয় ঘেঁষা দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীতের তীব্রতা বেড়েছে। এদিকে শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূলসহ নিম্ন আয়ের মানুষের। দিনমজুররা বলছেন, তাদের কর্মস্থলে যেতে আজ বিলম্ব হয়েছে। 

সোমবার ( ২৬ ডিসেম্বর) সকালে কর্মজীবী মানুষের সঙ্গে কথা বললে এমন তথ্য জানা যায়। 

মধ্যবাসুদেবপুর গ্রামের মো. সোলাইমান আলী বলেন, ‌‘উত্তর জনপদে এমনিতেই শীত বেশি। তারমধ্যে আজ ভোর থেকে ঘন কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাই বাজারে যেতে ছাতা নিয়ে বের হতে হয়েছে।’ 


শ্রমিক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমি প্রতিদিন সকাল ৯টায় কাজে যোগ দেই। কিন্তু আজ বৃষ্টির কারণে কাজে আসতে একটু দেরি হয়েছে। বৃষ্টির কারণে থেমে থেমে কাজ করতে হচ্ছে।’ 

দয়াল মিয়া বলেন, ‘সকালে হোটেলে এসে নাস্তা করা নিয়মে পরিণত হয়েছে। কিন্তু আজ সোমবার ঘুম থেকে উঠে দেখি ঘন কুয়াশা। আর তার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাই ছাতা নিয়ে বের হয়েছি। আজ নাস্তা করতেও একটু দেরি হলো।’ 


দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আসাদুজ্জামান ঢাকা বিজনেসকে বলেন, ‘আজ সকাল ৯টা পর্যন্ত দিনাজপুর জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৯২ শতাংশ নির্ণয় করা হয়েছে।’  

বুলু/এম



আরো পড়ুন