২৬ জুন ২০২৪, বুধবার



নতুন রাষ্ট্রপতিকে চীনা প্রেসিডেন্ট শি'র অভিনন্দন

স্টাফ রিপোর্টার || ২৪ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম
নতুন রাষ্ট্রপতিকে চীনা প্রেসিডেন্ট শি'র অভিনন্দন


বাংলাদেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৪ এপ্রিল) ঢাকাস্থ চীন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

চীন সরকার এবং এর জনগণের পক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শি জিনপিং তার বার্তায় উল্লেখ করেছেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ পরস্পরকে সম্মান ও সমান গুরুত্বে বিবেচনা করেছে। দেশদুটি পরস্পরের স্বার্থে একে-অপরকে সমর্থন করেছে, যা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং সহযোগিতার দৃষ্টান্ত।

শি জিনপিং লেখেন, তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন এবং দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নির্মাণের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

রাষ্ট্রপতিকে অভিনন্দনপত্রে তিনি বাংলাদেশের জনগণের সমৃদ্ধি এবং শান্তি কামনা করেছেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন