২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



এবার প্রয়োজন কর্মসংস্থান: লিটন

রাজশাহী সংবাদদাতা || ১৫ এপ্রিল, ২০২৩, ০৫:৩৪ পিএম
এবার প্রয়োজন কর্মসংস্থান: লিটন


আগামী ২১ জুন অনুষ্ঠেয় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ক্ষমতাশীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান মেয়র লিটনের সামনে এবার হ্যাট্রিক চান্স।

দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর শনিবার (১৫ এপ্রিল) বিকালে রাজশাহী নগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন লিটন। সেখানে নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, ‌‘ইতোমধ্যে পরিচ্ছন্ন-সবুজ নগরী গড়তে সক্ষম হয়েছি। দুইবার পরিবেশ পদক অর্জন করেছি। ইপিআই কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের টানা ১১ বার জাতীয়ভাবে সেরা হয়েছে। পরিচ্ছন্নতা, সবুজ ও আলোকায়নে আমরা দেশে-বিদেশে সুনাম অর্জন করেছি। এখন আমাদের প্রয়োজন কর্মসংস্থান।’

তিনি বলেন, ‘রাজশাহীতে কর্মসংস্থানের লক্ষ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ বাস্তবায়িত হয়েছে। সেখানে যাতে উদ্যোক্তারা কাজ শুরু করতে পারেন-সে ব্যাপারে সহযোগিতা করা হবে। নারী উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে বিনা সুদে ঋণ দেওয়া হবে।’

লিটন যোগ করেন, আগামী ৫ বছরে অন্ততপক্ষে ৫০ হাজার তরুণের কর্মের ব্যবস্থা করে দিতে চাই। সেক্ষেত্রে আইটি সেক্টর, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক বড় ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।’

আগামীতে রাজশাহী সুন্দর, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শহর তো বটেই, একইসঙ্গে কর্মচঞ্চলসহ সবকিছু মিলে শুধু বাংলাদেশের মধ্যে নয়, এশিয়ার মধ্যে অন্যতম মডেল শহর হিসেবে দাঁড়াবে।’

দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান লিটন। তিনি বলেন, ‘রাজশাহী সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে মনোয়ন ফরম দাখিল করেছিলাম। সবদিক বিবেচনা করে দলীয় সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আওয়ামী লীগের সমর্থনে ২০০৮ সালের নির্বাচনে প্রথমবার রাসিক মেয়র হন খায়রুজ্জামান লিটন। এরপর ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন নগর যুবদলের সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে হেরে যান। নৌকা প্রতীক নিয়ে ২০১৮ সালের ৩০ জুলাই বুলবুলকে হারিয়ে পুনরায় মেয়র নির্বাচিত হন লিটন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন