২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



টাঙ্গাই‌লে পিকআপ-প্রাই‌ভেটকার সংঘ‌র্ষে নিহত ১

টাঙ্গাইল সংবাদদাতা || ১৪ এপ্রিল, ২০২৩, ০৮:৩৪ এএম
টাঙ্গাই‌লে পিকআপ-প্রাই‌ভেটকার সংঘ‌র্ষে নিহত ১


টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে প্রাইভেটকার ও পিকআপভ‌্যা‌নের সংঘ‌র্ষে ১ জন নিহত হ‌য়ে‌ছেন।  এতে শিশুসহ আহত হ‌য়ে‌ছেন আরও ৩ জন। শুক্রবার (১৪ এপ্রিল) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের সরা‌তৈল এলাকায় এ ঘটনা ঘ‌টে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই ম‌শিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এসআই জানান, পরিবারের সদস‌্যরা ঢাকা থে‌কে প্রাই‌ভেটকারে উত্তরব‌ঙ্গের দি‌কে যা‌চ্ছিলেন। প্রাই‌ভেটকারটি মহাসড়‌কের সরা‌তৈল এলাকায় পৌঁছা‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি পিকআপভ‌্যা‌নের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাই‌ভে‌টকা‌রে থাকা একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এছাড়া শিশুসহ  আরও তিন জন আহত হয়েছেন।

মশিউর রহমান আরও জানান, আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।  এর ম‌ধ্যে একজ‌নের অবস্থা আশঙ্কাজনক। 

ঢাকা বিজনেস/নোমান/এনই/ 



আরো পড়ুন