২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



শুটিংয়ে আহত অভিনেত্রী দিব্যা

বিনোদন ডেস্ক || ১৬ মার্চ, ২০২৩, ১০:৩৩ এএম
শুটিংয়ে আহত অভিনেত্রী দিব্যা


শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী-নির্মাতা দিব্যা খোসলা কুমার।  যুক্তরাজ্যে তার পরবর্তী সিনেমার শুটিং চলছে; সেখানে আহত হন এই অভিনেত্রী। বুধবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে আহত হওয়ার খবর জানান দিব্যা।

ছবিতে দেখা যায়, দিব্যার গালের বাম পাশে রক্ত জমে আছে। ছবির ক্যাপশনে এই প্রযোজক লিখেছেন, ‘আমার পরবর্তী সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে খুব খারাপভাবে আহত হয়েছি। তবে কাজ বন্ধ করা যাবে না। আপনাদের প্রার্থনা প্রয়োজন।’

প্রসঙ্গত, দিব্যা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্যমেব জয়তে টু’। এতে তার সহশিল্পী ছিলেন জন আব্রাহাম। ২০২১ সালে মুক্তি পায় সিনেমাটি। সম্প্রতি ‘ইয়ারিয়ান টু’ সিনেমার শুটিং শেষ করেছেন দিব্যা।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন