২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



মেট্রোরেলের আরও ২ স্টেশন চালু

স্টাফ রিপোর্টার || ১৫ মার্চ, ২০২৩, ০৯:০৩ এএম
মেট্রোরেলের আরও ২ স্টেশন চালু


মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে এই দৃুটি স্টেশন থেকে যাত্রী উঠানামা করতে পারছেন। আর উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটি চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

এই কর্মকর্তা বলেন, ‌‘মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের নয়টি স্টেশন চলতি মার্চ মাসে চালু হবে। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল। তখন ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে মেট্রোরেল।’

উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা। এদিকে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা বলে জানা গেছে।

এর আগে উত্তরা থেকে উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ স্টেশন চালু হয়। আর আজ চালু হলো ‘কাজীপাড়া’ ও ‘মিরপুর-১১’ স্টেশন। 

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে মেট্রোরেলের চলাচল শুরু হয়।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন