২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



দেশে বিনিয়োগের জন্য সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম
দেশে বিনিয়োগের জন্য সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান


উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে বিনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সবাই বিনিয়োগ করলে নিজেরাও লাভবান হবেন, আবার দেশটাও লাভবান হবে।’ রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধনকালে  তিনি এই আহ্বান জানান। 

শেখ হাসিনা খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিশেষ করে সারাদেশে গড়ে ওঠা একশটি অর্থনৈতিক অঞ্চলে ব্যাপকভাবে বিনিয়োগ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘১৪ বছরে আপনাদের ব্যবাসায়ীবান্ধব পরিবেশ আমরা সৃষ্টি করে দিয়েছি। শান্তিপূর্ণভাবে আপনারা ব্যবসা করুন। আমাদের উন্নয়নের লক্ষ্য একদম তৃণমূলের মানুষ। তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে আমাদের নিজস্ব বাজার  হচ্ছে, ভৌগলিক অবস্থানের  কারণে আমাদের আশেপাশের যে দেশগুলো রয়েছে, তাদের সঙ্গেও আমরা  যোগাযোগ স্থাপন করছি।’

সরকার প্রধান বলেন, ‘ভূটান, নেপাল, ইন্ডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার সর্বক্ষেত্রেই  চমৎকার একটি  যোগাযোগের জায়গা বাংলাদেশ। এছাড়া এই দক্ষিণ এশিয়ায় প্রায় ৩০০ কোটি মানুষের বাজার, এই সুবিধাটা যে কেউ নিতে পারেন। আমরা কক্সবাজারে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করে দিচ্ছি। ঢাকার সঙ্গে সরাসরি রেললাইন করা হয়েছে। আমরা সড়কের উন্নয়ন করেছি। সেক্ষেত্রে আমার মনে  হয়, ইস্ট -ওয়েস্টের মধ্যে একটা ব্রিজ  হতে পারে বাংলাদেশ। সেভাবেই আমরা বাংলাদেশকে  গড়ে তুলছি।’ তিনি আরও বলেন, ‘আমরা করোনা মোকাবিলা করতে বিশেষ প্রণোদনা দিয়েছি, যেন ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা চালু থাকে। প্রণোদনা দেওয়ার ফলেই অর্থনীতির গতিটা সচল রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রপ্তানি বাস্কেট বাড়াতে হবে। কিছু নতুন নতুন পণ্য ও বাজার আমাদের খুঁজে বের করতে হবে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কাজেই দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশ আরও উন্নত হোক, ২০৪১ সালের মধ্যে আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে।  পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকি পরিকল্পনাও আমরা করে যাচ্ছি।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। স্বাগত বক্তব্য রাখেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন