০৩ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার



পান পাতার পচনে কপালে ভাঁজ চাষিদের

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৯ এএম
পান পাতার পচনে কপালে ভাঁজ চাষিদের


দিনাজপুরের হিলিতে পান পাতায় পচন রোগ দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন পান বরজ মালিকেরা। তারা বলছেন, হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া, মাধবপাড়া এলাকায় ৩ শতাধিক পান বরজ আছে। বাপ-দাদার সময় থেকেই বরজ মালিকেরা নিজ নিজ বরজে পান পাতা চাষ করে থাকেন। ভালো লাভও হয়। কিন্তু এ বছর পানপাতায় পচন রোগ দেখা দেওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে তাদের কাপলে।  

ঘাসুরিয়া গ্রামের পান বরজ মালিক আব্দুল লতিফ বলেন, ‘বর্তমানে পানপাতার বাজার খুব ভালো। কিন্তু কিছুদিন ধরে পচন রোগ দেখা দেওয়ায় বিপাকে পড়েছি আমরা। যদিও কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে, তাতেও তেমন কেন কাজ হচ্ছে না।’

মাধবপাড়া গ্রামের পানবরজ মালিক মো. কাওছার রহমান বলেন, ‘আমি বাপ-দাদার সময় থেকে পানপাতা চাষ করে আসছি। নিজের ১ বিঘা জমিতে পানপাতা চাষ করি। কিন্তু এই বছর বরজের অর্ধেক পানপাতায় পচন রোগ ধরেছে। কৃষি অফিসার থেকে বিভিন্ন সার প্রয়োগ করার পরামর্শ দিচ্ছেন। কিন্তু তেমন সুফল পাচ্ছি না।’

কাওছার রহমান আরও বলেন, ‘আমার পানবরজ করার মতো আরও কয়েক বিঘা জমি আছে। কিন্তু পুঁজির অভাবে সে-সব জমিতে পান বরজ করতে পারছি না।’ 

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম ঢাকা বিজনেসকে বলেন, ‘হাকিমপুর উপজেলায় ৩ শতাধিক পানবরজ আছে। সম্প্রতি কিছু বরজে পচন রোগ দেখা দিয়েছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পানবরজ মালিকদের পচন রোগ প্রতিরোধে কেঁচো সারসহ বিভিন্ন ছত্রাক নাশক ও কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে । এতে পচন রোগ অনেকটা কমে যাবে।’



আরো পড়ুন