১৪ মার্চ ২০২৫, শুক্রবার



দুয়ারে ঈদ, বিক্রি বাড়ছে সেমাই-চিনির

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ০৩ এপ্রিল, ২০২৪, ০৫:৩৪ এএম
দুয়ারে ঈদ, বিক্রি বাড়ছে সেমাই-চিনির


ঘনিয়ে আসছে ঈদুল ফিতর।  আর মাত্র একসপ্তাহ বাকি।   আর এই শেষ সময়ে এসে দিনাজপুরের হিলিতে ক্রেতারা ভির করছেন সেমাই-চিনির দোকানগুলোতে। সাধ্যমতো করছেন কেনাকাটা। কেউ কিনেছন প্যাকেটজাত সেমাই, কেউ কিনছেন খোলা সেমাই। সঙ্গে চিনিসহ সেমাইয়ের মসলাপাতিও কিনছেন ক্রেতারা।  

ক্রেতারা বলছেন, ঈদের আরমাত্র সপ্তাহ খানেক বাকি আছে। তাই আগেভাবে সেমাই-চিনি কেনাকাটা সেরে নিচ্ছেন তারা। আর বিক্রেতারা বলছেন, প্রতিবছরের মতো এবারও ঈদের একসপ্তাহ আগেই সেমাই-চিনিসহ অন্যান্য মসলা কিনছেন ক্রেতারা।  বিক্রিও বেশ ভালো হচ্ছে।

মঙ্গলবার (২ এপ্রিল) হিলিবাজারে কথা মো. মনিনুর রহমানের সঙ্গে।  তিনি বলেন, ‘ইতোমধ্যে কাপড়-চোপড় কেনাকাটা শেষ হয়েছে। আজ সেমাই-চিনি কিনতে বাজারে এসেছি। সঙ্গে সেমাইয়ের মসলা যেমন, কিসমিস, বাতাম, কৌটার দুধসহ অন্যান্য জিনিসিপত্র কিনতে হবে।  আমি প্রতিবছর প্যাকেটজাত বনফুল, আকবরিয়াসহ অন্যান্য কোম্পানির সেমাই কিনি। এবার তাই কিনবো। তবে গতবারের চেয়ে এবার সেমাইয়ের দাম একটু বেশি মনে হচ্ছে।’

আরেক ক্রেতা মো. সামসুল আলম বলেন, ‘গেলো সপ্তাহে পরিবারের সকলের জামা-কাপড় কেনা শেষ করেছি।  আজ মঙ্গলবার বাজারে এসেছি সেমাই কিনতে। বাজার ঘুরে খোলা লাচ্চা সেমাই কিনলাম (৩ প্রকারের) ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে। এছাড়া, চিনি, বাদাম, কিসমিস কিনলাম।  ঈদের সেমাই কেনা শেষ।  এখন বাড়ি যাচ্ছি। ’

সামসুল আলম আরও বলেন, ‘বাজারে আবারও আসতে হবে একদিন। ছেলে-মেয়েদের জুতা কিনতে। মধ্যবিত্ত আয়ের মানুষ। একদিনে সবকিছু কেনা সম্ভব হয় না।  তাই একটা একটা করে কেনাকাটা শেষ করছি। ’

হিলি বাজারের সেমাই বিক্রেতা আব্দুল আলিম ঢাকা বিজনেসকে বলেন, ‘বিক্রি প্রতিবারের মতোই হচ্ছে। আমার দোকানে প্যাকেটজাত ও খোলা দু’ধরনেরই সেমাই আছে। ক্রেতারা সাধ্যমতো কিনছেন। সঙ্গে চিনি, কিসমিস, বাদামও কিনছেন অনেকে। ’

আব্দুল আলিম আরও বলেন, ‘সবেমাত্র ২০ রোজা পার হয়েছে। এখনো ঈদের একসপ্তাহ বাকি আছে। কয়েকদিন পর বিক্রি আরও বাড়বে। তবে এখনো যা হচ্ছে কম না। ’

/ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন